ম্যানচেস্টার, ২৪ আগস্ট : ম্যানচেস্টার সিটিকে হারাল টটেনহ্যাম। লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল তারা। গতকাল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে তারা। সিটির ডেরায় এটা টটেনহ্যামের টানা দ্বিতীয় জয়, গত মরসুমে লিগের ম্যাচটিতে ৪-০ গোলে জিতেছিল তারা। সব মিলিয়ে শেষ চার ম্যাচে সিটির বিপক্ষে টটেনহ্যামের এটা তৃতীয় জয়। আর সিটিকে হারিয়ে টটেনহ্যাম উঠেছে লিগ টেবিলের শীর্ষে। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট তাদের নামের পাশে, ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি। এক ম্যাচ খেলা লিভারপুল ৩ পয়েন্ট নিয়ে তিন, সিটি চার ও নটিংহ্যাম ফরেস্ট পাঁচে অবস্থান করছে। ৩৫ মিনিটে রিচার্লিসনের অ্যাসিস্টে ব্রেনান জনসনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। পরের গোলটি প্রথমার্ধেই করে সফরকারী দল। সিটির ডি বক্সে ফাঁকায় বল পেয়ে পালহিনহা লক্ষ্যভেদ করেন।