দিঘা, ১৬ আগস্ট : প্রথমবার দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাত থেকে মাঙ্গলিক পুজো শুরু হয়েছে। রাতেই মন্দিরের দেবদেবীদের সাজানো হয়েছে। জন্মদিনে গোপালের অভিষেকের জন্য নিয়ে আসা হয়েছে ১০৮টি তীর্থক্ষেত্রের জল। সেই জল ঢেলে গোপালের অভিষেক অনুষ্ঠানে নেন ভক্তরা। শনিবার জন্মাষ্টমীতে সারাদিনই সেখানে পুজোর পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষ্যে শনিবার সকালে রাধা-কৃষ্ণের দর্শন করেন ভক্তরা।