Country

5 hours ago

পথকুকুর নিয়ে নির্দেশ খতিয়ে দেখব: বি আর গাভাই

B R Gavai stray dog instructions
B R Gavai stray dog instructions

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : পথকুকুর নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ তিনি খতিয়ে দেখবেন বলে জানালেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই। জাতীয় রাজধানী অঞ্চল থেকে কয়েক লক্ষ পথকুকুরকে অবিলম্বে সরানোর ওই নির্দেশটি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যেরা থেকে অনেক রাজনীতিক। বুধবার পথকুকুর সম্পর্কিত একটি মামলা জরুরি শুনানির তালিকায় সংযোজনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চে তোলা হয়। সেখানে প্রধান বিচারপতি গাভাই প্রথমে বলেন, অন্য বেঞ্চ তো এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে। মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত না হলেও প্রধান বিচারপতি বলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখব।

উল্লেখ্য, এর আগে এই নিয়ে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সমস্ত পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে রাখতে হবে। তাদের নিয়মিত নির্বীজকরণ করতে হবে ও তাদের প্রতিষেধক দিতে হবে। যা ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় দেশজুড়ে। এই আবহে এবার প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হলো।

You might also like!