কলকাতা, ২৩ আগস্ট : কখনও নিম্নচাপ, আবার কখনও ঘূর্ণাবর্ত। চলতি বর্ষার মরসুমে বৃষ্টি যেন থামতে চাইছে না দক্ষিণবঙ্গে। শ্রাবণ মাস পেরিয়ে গিয়েছে, এখনও আকাশের মুখ ভার। শনিবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন বৃষ্টি চলবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।
সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দুর্যোগ চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম।
উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে। এর সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সোমবার পর্যন্ত।