মাদ্রিদ, ২৫ আগস্ট : গত মরসুম যেখানে শেষ করেছিলেন এমবাপে, সেখান থেকেই যেন শুরু করলেন তিনি। দুর্দান্ত খেলে গড়ে দিলেন ম্যাচের ভাগ্য। এদিন জোড়া গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তার একটি গোল করেছেন ভিনিসিউস জুনিয়র। রবিবার রাতে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে রিয়াল ওভেইদোকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। গত ম্যাচে ওসাসুনার বিপক্ষে এমবাপের গোলেই জয় পেয়েছিল রিয়াল।
লা লিগাতেও এই ফরাসি তারকা ৩ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন।
৩টি গোল করেছেন ভিয়ারিয়ালের তাজন বোচানানও।
প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগায় ৩-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল ও দুইয়ে বার্সিলোনা।
প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লা লিগায় ৩-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল।
দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল ও দুইয়ে বার্সিলোনা।