নয়াদিল্লি, ২২ আগস্ট : বিগত কয়েকদিন ধরে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের জেরে রীতিমতো আতঙ্কে পড়ুয়া ও অভিভাবকরা। শিকেয় উঠেছে পঠনপাঠন। এমতাবস্থায় শুক্রবার ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক! স্কুলে বোমা রয়েছে, এমনই ইমেল পাঠানো হয়। হুমকি ইমেল পাওয়ার পর স্কুলে পৌঁছয় পুলিশ ও দমকল। তবে, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির দ্বারকা সেক্টর-৭-এর একটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। সকাল ৭টায় দিল্লি ফায়ার সার্ভিস এই তথ্য পায় এবং পুলিশ ও দমকল বাহিনী বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।