নয়াদিল্লি, ৭ জানুয়ারি : ইভিএম নিয়ে একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের, সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানিয়ে দিয়েছেন, ইভিএম-এ রিগিংয়ের কোনও সম্ভাবনা নেই।
মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিজের শেষ সাংবাদিক বৈঠকে মঙ্গলবার রাজীব কুমার বলেছেন, "ইভিএম-এ অবিশ্বস্ততা অথবা কোনও ত্রুটির কোনও প্রমাণ নেই... ইভিএম-এ ভাইরাস অথবা বাগ আনার প্রশ্নই আসে না। ইভিএম-এ ভোট অবৈধ হওয়ার প্রশ্নই আসে না। কোনও কারচুপি সম্ভব নয়। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে একথা বলে চলেছেন, আর কি বলা যায়? ইভিএম গণনার জন্য নির্ভুল ডিভাইস। টেম্পারিংয়ের অভিযোগ ভিত্তিহীন।"