Game

18 hours ago

Carabao Cup: ঘরের মাঠে হারল আর্সেনাল, ফাইনালে এক পা নিউক্যাসলের

Carabao Cup (Symbolic picture)
Carabao Cup (Symbolic picture)

 

এমিরেটস, ৮ জানুয়ারি : মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে ২-০ গোলে হারাল নিউক্যাসল। কারাবো কাপের সেমিফাইনালে শক্তিশালী আর্সেনালকে প্রথম লেগে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল নিউক্যাসল ইউনাইটেড। দলের হয়ে জয় সূচক গোল দুটি করেছেন আলেক্সান্দার ইসাক ও অ্যান্থোনি গর্ডন।

ঘরের মাঠে বল দখলের আধিপত্য ছিল আর্সেনালেরই। ৭০ শতাংশ সময় তাদের পায়ে বল ছিল। তবে ২৩ শটের বেশিরভাগই ছিল লক্ষ্যের বাইরে। লক্ষ্যের মধ্যে ছিল মাত্র ৩টি শট। অন্যদিকে ৭ শটের ৪টি গোলমুখে রেখেই জয় পেল নিউক্যাসল। নিউ ক্যাসেলের হয়ে প্রথম গোলটি করেন ইসাক। বক্সে জ্যাকব মার্ফির পাস থেকে বল পেয়ে কোনা-কুনি শটে জাল খুঁজে নেন এই সুইডিশ ফরোয়ার্ড। বিরতির পর ৫১ মিনিটে দলের লিড দ্বিগুণ করেন গর্ডন। আর্সেনাল একের পর এক চেষ্টা চালিয়েও গোল করতে ব্যর্থ হয়। এর ফলে ঘরের মাঠে হার দিয়েই প্রথম লেগ শেষ করতে হয় আর্সেনালকে।দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে আগামী ৫ ফেব্রুয়ারি খেলবে আর্সেনাল। কারাবো কাপের ফাইনালে যাওয়ার পথে নিউক্যাসল আপাতত এক পা দিয়েই রাখলো।

You might also like!