West Bengal

2 hours ago

CM Mamata Banerjee: রেলের বড় অনুষ্ঠান এড়িয়ে চললেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে

Railway event controversy
Railway event controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণ পেয়েও উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে তিনি এই কর্মসূচিতে যোগ দেবেন না বলে জানিয়েছেন। রেল সূত্রে জানা গিয়েছিল, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। তবে রবিবার স্পষ্ট হয়েছে, মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পেলেও ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলের অনুষ্ঠানে না যাওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। সেগুলি হল –

1.বাংলা ভাষা ও বাংলাভাষী ভারতীয় বাঙালিদের উপর ভিনরাজ্যে ভাষাসন্ত্রাসের অভিযোগ উঠেছে বিজেপি তথা কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের মদতে। এর প্রতিবাদে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে ওই কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে একাসনে বসতে চান না মুখ্যমন্ত্রী। বাংলার প্রতি আর্থিক বঞ্চনার পাশাপাশি এখন ভাষাসন্ত্রাস চলছে কুৎসিতভাবে।
2.রেলের যে প্রকল্পগুলির উদ্বোধন হতে চলেছে, তার সবক’টির পরিকল্পনা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকার সময়েই। অর্থ বরাদ্দও করেছিলেন তিনি নিজে। কিন্তু এতদিন কাজ চলল ঢিমেতালে, আর এখন ভোটের মুখে এসে উদ্বোধনের মাধ্যমে রাজনৈতিক কৃতিত্ব নিতে চাইছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে স্রেফ নিয়মরক্ষার মতো একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বাংলায় রেলের বহু গুরুত্বপূর্ণ কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সুফল আজও পাচ্ছেন সাধারণ মানুষ। তবে তাঁর উদ্যোগে শুরু হওয়া বেশ কিছু প্রকল্প কেন্দ্রীয় সরকারের অবহেলা ও ‘বাংলা বিরোধী’ নীতির কারণে ব্যাহত হয়েছে। এখন তাঁর আমলে শুরু হওয়া কাজগুলিই দীর্ঘ দেরির পর লোকসভা ভোটের আগে উদ্বোধন করিয়ে রাজনৈতিক লাভ তুলতে চাইছে বিজেপি।
3.এর আগে সাংবিধানিক পদকে সম্মান দিয়ে কেন্দ্রীয় অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপি সমর্থকরা সেখানে সরকারি অনুষ্ঠানেই পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অপমানজনক আচরণ করেছিলেন। যে অনুষ্ঠানে যেটা মানানসই নয়, সস্তা রাজনীতি করতে গিয়ে সেসবই করেছিল বিজেপি। এরা জানে না কোন অনুষ্ঠানে কী রীতি। ফলে তাদের নতুন করে সেই ধরনের আপত্তিকর, নিন্দনীয় কাজের সুযোগই দেওয়া হবে না।বাংলার বিরুদ্ধে বিজেপির যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত এখন সব সীমা লঙ্ঘন করছে। বাংলার মানুষ স্পষ্ট বুঝতে পারছেন, এরাজ্যে যেহেতু বিজেপি ভোটে পরাজিত হয়, তাই বাংলাকে বঞ্চনা, প্রাপ্য টাকা বন্ধ – এসব বিভিন্ন প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপ তো ছিলই, এখন যোগ হয়েছে বাংলা ভাষার প্রতি সন্ত্রাস। বাংলা বললেই তাঁকে ‘বাংলাদেশি’ বলে দেওয়া হচ্ছে।
অনুপ্রবেশ রোখার দায় কেন্দ্রের, অথচ ‘অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দিয়ে নির্মমভাবে হয়রান করা হচ্ছে বাংলাভাষী ভারতীয় বাঙালিদের। এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের যা করণীয়, তা করছে। তৃণমূল কংগ্রেস সংসদে এবং রাজপথে এনিয়ে আন্দোলনে। এমন পরিস্থিতিতে রেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির চিত্রনাট্যে অন্তর্ভুক্ত হবেন না বাংলার মুখ্যমন্ত্রী।
তাছাড়া রেলমন্ত্রী হিসাবে তিনি বাংলাকে যা দিয়ে গেছেন, সেই দীর্ঘ তালিকাই নজিরবিহীন। উত্তর থেকে দক্ষিণ, পাহাড়-ডুয়ার্স থেকে সাগর, মমতা বন্দ্যোপাধ্যায় যত নতুন রেল, নতুন রুট, নতুন লাইন, নতুন স্টেশন, নতুন প্রকল্প দিয়েছেন, এত কর্মসংস্থান করেছেন, যা এক দৃষ্টান্ত। এখন তাঁরই শুরু করা প্রকল্পে, বরাদ্দ করা টাকায় এতকাল পর যদি বিজেপি ভোটের মুখে উদ্বোধন করে নিজেদের নাম লেখানো ফলক বসাতে চায়, সেটা বিশুদ্ধ কৌশলী সংকীর্ণ রাজনীতি। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যাবেন না। তৃণমূল কংগ্রেস সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রচার করে বাস্তব তুলে ধরবে। কমবয়সিদের কাছে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল কাজের বহর তুলে ধরবে। শুধু এই এলাকাই নয়, রেলমন্ত্রী হিসাবে তিনি গোটা বাংলার সব জেলার জন্য যে ঢালাও কাজ করে গেছেন, তা নিয়ে আরেক দফা প্রচার করবে দল।

You might also like!