Game

18 hours ago

La Liga 2024-25: দুই ম্যাচ নিষিদ্ধ করা হল ভিনিসিউসকে, বিতর্ক স্পেনে

La Liga 2024-25 (Symbolic picture)
La Liga 2024-25 (Symbolic picture)

 

বার্সিলোনা, ৮ জানুয়ারি : গত শুক্রবার (৩ জানুয়ারি) লা লিগার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে লাল কার্ড দেখেন রিয়ালের ভিনিসিউস জুনিয়র। এর পাশাপাশি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন(আর এফইএফ) ভিনিসিউসকে পরের দুই ম্যাচ ও নিষিদ্ধ করেছে। যার ফলে রিয়ালের হয়ে লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিউস।

তবে অন্য প্রতিযোগিতায় খেলার জন্য ভিনিকে পাচ্ছে রিয়াল। বৃহস্পতিবার রাতে রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচে তার খেলতে অসুবিধা হবে না।

আরএফইএফ ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর অনুচ্ছেদের অধীন দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ চার ম্যাচও নিষিদ্ধ হতে পারত ভিনিসিউস। সে হিসাবে কম মাত্রার শাস্তিই পেলেন ভিনি।

ভিনি দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর অন্য বিতর্কও উঠেছে স্পেনে। দেশটির সংবাদমাধ্যম গুলোর দাবি, ভিনির ক্ষেত্রে আরএফইএফের এক আইন, অন্যদের ক্ষেত্রে অন্য রকম আইন কেন?

You might also like!