Country

1 day ago

Amit shah: ভারতপোল ভারতের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে : অমিত শাহ

Amit shah (Symbolic picture)
Amit shah (Symbolic picture)

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নতুন দিল্লিতে 'ভারতপোল' পোর্টালের উদ্বোধন করেছেন। এই পোর্টালের উদ্বোধন করার পর অমিত শাহ বলেছেন, "ভারতপোল ভারতের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন ৩৫ জন সিবিআই অফিসার/কর্মকর্তাকে পুলিশ পদক প্রদান করেছেন, যারা বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক এবং তদন্তে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক পেয়েছেন।

'ভারতপোল' পোর্টাল প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "আজ ভারতপোল চালু হয়েছে। ভারতপোল আমাদের দেশের আন্তর্জাতিক তদন্তকে এক নতুন যুগে নিয়ে যাবে। সিবিআই একমাত্র এজেন্সি যা ইন্টারপোলের সঙ্গে কাজ করার জন্য চিহ্নিত ছিল, কিন্তু ভারতপোল চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ভারতীয় সংস্থা এবং সমস্ত রাজ্যের পুলিশ সহজেই ইন্টারপোলের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। আমরা শূন্যতা পূরণ করতে পারব এবং অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার সঙ্গে কাজ করতে পারব।"


You might also like!