কলকাতা, ৩ জানুয়ারি : নতুন বছরের তৃতীয় দিনও শীতের আমেজ রয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে, শহর থেকে শহরতলি সর্বত্রই জমজমাট ঠান্ডা রয়েছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলির তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা অনেকটাই বেশি। তবে, আগামী ৪৮ ঘণ্টার পর থেকে ফের চড়তে পারে তাপমাত্রা। কমতে পারে ঠান্ডাও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৪ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে। এর প্রভাবে সপ্তাহান্তে তাপমাত্রা বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। তবে উত্তরবঙ্গের তিন জেলায় সপ্তাহান্তে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। শনি ও রবিবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলে তুষারপাতও হতে পারে। কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।