বারাণসী, ৩১ ডিসেম্বর : বর্ষবরণের আগে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ঢল নেমেছে পুণ্যার্থীদের। মঙ্গলবার সকাল থেকেই কাশী বিশ্বনাথ মন্দিরে আসতে থাকেন দুরদূরান্তের পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক পর্যটকদের আগমনও হয়েছে বারাণসীতে।
আর তাই সতর্ক রয়েছে পুলিশও। ডিসিপি কাশী জোন গৌরব বানসওয়াল বলেছেন, "জল পুলিশ এবং এনডিআরএফ নিয়মিতভাবে এলাকায় টহল দিচ্ছে। নতুন বছরের ৫ দিন আগে থেকেই বিপুল সংখ্যক মানুষের সমাগম শুরু হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য রাস্তার ডাইভার্সন তৈরি করা হয়েছে। বিভিন্ন সেক্টরে বিভক্ত পুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং সিসিটিভির মাধ্যমে নজরদারি চলছে।"