Country

2 days ago

Amit Shah: জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদের মূলকে উৎখাত করেছে মোদী সরকার : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি : নরেন্দ্র মোদী সরকার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করেনি উপত্যকা থেকে সন্ত্রাসবাদের মূলকে উৎখাত করেছে। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন দিল্লিতে "জম্মু-কাশ্মীর এন্ড লাদাখ: থ্রু দ্য এজেস" শীর্ষক একটি পুস্তকের সূচনা করে ভাষণ দিচ্ছিলেন অমিত শাহ। তিনি বলেন, ২০১৯ সালের আগস্ট মাস থেকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।তিনি বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রায় ৭০% হ্রাস পেয়েছে। ৩৭০ এবং ৩৫ এ ধারা জম্মু-কাশ্মীরে বলবৎ থাকায় গোটা দেশের থেকে ওই অঞ্চলটি পৃথক হয়ে ছিল। এই দু'টি ধারা প্রত্যাহার করে নেওয়ার পর গোটা দেশের সঙ্গে কাশ্মীরেরও উন্নয়নের কাজ শুরু হয় বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী,ইতিহাসবিদের প্রতি ভারতের হাজার হাজার বছরের পুরনো গর্বের ইতিহাস প্রকৃত তথ্য সহ,বিশ্ব দরবারে তুলে ধরার আবেদন জানান।একই সঙ্গে তিনি কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ অংশ বলে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে শ্রী শাহ বলেন,কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে তিনি সবকটি ভাষাকে গুরুত্ব দিয়েছেন।

ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং ভারতীয় ইতিহাস গবেষণা কাউন্সিলের যৌথ উদ্যোগে রঘুবেন্দ্র তানওয়ারের লেখা হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত এই পুস্তকটিতে তিন হাজারেরও বেশি বছরের আঞ্চলিক ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে।

You might also like!