নয়াদিল্লি, ১ জানুয়ারি : নতুন বছরের প্রথম দিনই দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। ১ জানুয়ারি থেকে হোটেল, রেস্তরাঁয় ব্যবহারের গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা করে কমেছে। অগস্ট মাস থেকে টানা বৃদ্ধি পাচ্ছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পাঁচ মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি পেলেন রেস্তরাঁ এবং হোটেলের মালিকেরা।
ডিসেম্বরে কলকাতায় রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার দাম ছিল ১৯২৭ টাকা। নতুন বছরের শুরুতে তা কমে হয়েছে ১৯১১ টাকা। ১৯ কেজির গ্যাস সিলিন্ডারগুলিকে বাণিজ্যিক সিলিন্ডার বলা হয়। এগুলি মূলত রেস্তরাঁ, হোটেল কিংবা অন্য কোনও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হয়। গৃহস্থের ব্যবহারের জন্য রয়েছে ১৪.২ কেজির সিলিন্ডার। সেগুলির দাম অপরিবর্তিতই থাকছে।