মিলান, ৭ জানুয়ারি : গত ৩ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে নাটকীয়ভাবে ইতালিয়ান সুপার কাপ জিতল এসি মিলান। সৌদি আরবের রিয়াধের আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা।প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্তিনেসের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইরানি ফরোয়ার্ড ব্যবধান দ্বিগুণ করেন। তবে এর ৪ মিনিট পর ফরাসি ডিফেন্ডার এরনঁদেজের ফ্রি-কিকে ব্যবধান কমায় মিলান। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে যুক্তরাষ্ট্রের পুলিসিক সমতা ফেরান।অতিরিক্ত সময়ে রাফায়েল লেয়াওয়ের পাস থেকে ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম গোল করে ৩-২ ব্যবধানে মিলানের জয় নিশ্চিত করেন। ২০১৬ সালের পর এই প্রথম এবং মোট ৮ বারের মতো এই শিরোপা জিতল এসি মিলান।