Game

1 hour ago

Neymar: লিগ সিরি আ’, কেরিয়ারের সবচেয়ে বাজে হার দেখলেন নেইমার

Neymar
Neymar

 

রিও ডি জেনিরো, ১৮ আগস্ট : সোমবার সকালে ভাস্কো দা গামার বিপক্ষে ৬–০ গোলে বিধ্বস্ত হল নেইমারের সান্তোস। ব্রাজিলিয়ান লিগ সিরি আ’র এই ম্যাচে কোনও প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নেইমারের দল। ম্যাচের প্রথমার্ধে এক গোল খেয়েছিল সান্তোস। কিন্তু দ্বিতীয়ার্ধে ভাস্কো দা গামা একে একে পাঁচবার গোল করে নেইমারদের লজ্জায় ফেলে! এই ম্যাচের আগে নেইমারের কেরিয়ারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলে, ২০১১ সালে সান্তোসে খেলার সময় ক্লাব বিশ্বকাপ ম্যাচে বার্সিলোনার বিপক্ষে। তাছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে খেলার সময় পিএসজির বিপক্ষেও। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে ৭–১ গোলে বিধ্বস্ত হলেও সে ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। ভাস্কো দা গামার ৬ গোলের দুটি গোল করেছেন প্রাক্তন নেইমারের সতীর্থ লিভারপুল ও বার্সিলোনা ফরোয়ার্ড ফিলিপে কুতিনিওর। দুর্দান্ত এই জয়ে অবনমন থেকেও বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বর অবস্থানে আছে তারা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস আছে ১৫ নম্বরে। সান্তোসের এত বড় হারের পর ক্লাব কর্তৃপক্ষ দলের প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে।

You might also like!