Entertainment

2 days ago

Salman Khan latest update :‘গুনে গুনে ১০ পা দূরে’, মৃত্যুর হুমকির মাঝেই মুম্বইয়ে কাকে দেখে রেগে গেলেন সলমন?

Salman Khan angry reaction
Salman Khan angry reaction

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :সলমন খান যেন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন। গত বছরের শুরু থেকে মৃত্যু হুমকি তাঁর নিত্যসঙ্গী। লরেন্স বিশ্নোইয়ের নজর থেকে যেন কিছুতেই মুক্তি মিলছে না। গত বছর দুষ্কৃতীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল তাঁর বাড়ির সামনে। সেই ঘটনার পর থেকেই চব্বিশ ঘণ্টা কঠোর নিরাপত্তায় ঘেরা রয়েছেন সলমন। তবে এই পাহারাবেষ্টিত জীবন যে মোটেই স্বস্তিদায়ক নয়, তা স্বীকার করেছেন অভিনেতা নিজেই।

চলতি বছরের শুরু থেকে সামান্য স্বস্তিতে ছিলেন বলিউডের ভাইজান, কিন্তু ফের হুমকি দিচ্ছে বিশ্নোই। সলমনের সঙ্গে যে বা যাঁরাই কাজ করবেন, তাঁদের গুলি করে মারা হবে। প্রয়োজনে মুম্বইয়ে চলবে একে-৪৭, কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁ হামলার দায় স্বীকার করে এমনই হুমকি দিয়েছে সে। কপিলের দোষ, তিনি নিজের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে ডেকেছিলেন সলমনকে। নতুন করে হুমকি পেয়ে ফের যেন কপালে চিন্তার ভাঁজ সলমনের। এ বার কার উপর মেজাজ হারালেন!

সম্প্রতি কপিল শর্মার কানাডার ক্যাফেতে ২৫ রাউন্ড গুলি ছোড়ে লরেন্স বিশ্নোইয়ের দলবল। তবে শুধু কপিল নয়, বলিউডে বড় ছোট সব প্রযোজক-পরিচালককেই সলমন বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশ্নোই। যদিও ঠিক একদিন পরেই বোন অর্পিতা খানের বাড়িতে রাখির উৎসবে যান। যদিও মুখটাও সে ভাবে দেখাননি ক্যামেরায়। কিন্তু সম্প্রতি ভাগ্নি অর্থাৎ অর্পিতার মেয়ে আয়াতকে নিয়ে মুম্বইয়ের এক অনুষ্ঠানে যান। সলমনকে দেখে প্রায় ঝাঁপিয়ে পড়ে ছবিশিকারিরা। ছোট্ট আয়াতের তত ক্ষণকে চিড়ে চ্যাপটা অবস্থা। ভয় পেয়ে মামার কোলে উঠতে চাইছে সে।

আর তা দেখেই মেজাজ হারান সলমন। চোখ রাঙিয়ে শাসনের ভঙ্গিতে বলেন, ‘‘চলুন একদম গুনে গুনে ১০ পা দূরে থাকবেন, দেখছেন ছোট্ট একটা বাচ্চা রয়েছে।’’ এমনিতেই সলমনের মেজাজ গরম হলে রক্ষে থাকে না। নিজের পরিবার বিশেষত এই ভাগ্নিকে খুব ভালবাসেন অভিনেতা। তাই সলমনের ধমক খেয়েই যেন বিশৃঙ্খলা পরিস্থিত হল খানিক সুশৃঙ্খল।


You might also like!