Entertainment

1 hour ago

OTT premiere today:“হরি হারা বীরমাল্লু” আজ রাত থেকে OTT-তে! দেখুন পবন কল্যাণের সিনেমার চূড়ান্ত বক্স অফিস কালেকশন

Pawan Kalyan movie final box office collection
Pawan Kalyan movie final box office collection

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :পাওয়ার স্টার পবন কল্যাণের “হরি হারা বীরমাল্লু” সিনেমা গত মাসে মুক্তি পেয়েছে। ঐতিহাসিক গল্পের উপর ভিত্তি করে তৈরি এই প্যান ইন্ডিয়া প্রোজেক্টটি ২৪ জুলাই মুক্তি পায় এবং তাত্ক্ষণিকভাবে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়ায়। জ্যোতিকৃষ্ণ এবং কৃষ পরিচালিত এই সিনেমা মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পায়। বিশেষ করে ভিএফএক্সের মান নিয়ে সমালোচনা ওঠে, পাশাপাশি সিনেমার আবেগ ও চরিত্র উপস্থাপনের ক্ষেত্রে কিছু দোষ ধরা পড়ে। এছাড়া, পাঁচ বছরের দীর্ঘ প্রোডাকশন সময়ের কারণে কিছু ধারাবাহিকতার সমস্যা লক্ষ্য করা যায়।


সামগ্রিকভাবে, “হরি হারা বীরমাল্লু” বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রায় ২০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগে থিয়েটার ব্যবসা থেকে ১২৬ কোটি টাকা আয় করেছিল। OTT প্ল্যাটফর্ম থেকেও ভালো রেসপন্স মিলেছে। প্রথম দিন প্রচুর আয় করলেও, দ্বিতীয় দিন থেকে রাজস্ব কমতে শুরু করে। তিন সপ্তাহের প্রেক্ষাগৃহ প্রদর্শনের পর ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ১১৮ কোটি টাকায়, যার মধ্যে প্রায় ৬০ কোটি টাকা প্রযোজকের শেয়ার।

বাণিজ্য সূত্রে জানা যায়, “হরি হারা বীরমাল্লু” সিনেমার প্রযোজক এবং ক্রেতাদের প্রায় ৬০ থেকে ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পবন কল্যাণ এই সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি; যদিও তিনি কিছু অগ্রিম গ্রহণ করেছিলেন, তা ফেরত দেওয়া হয়। মুক্তির পর তিনি বলেছিলেন, সিনেমা হিট হলে পারিশ্রমিক নেবেন। যেহেতু ব্যবসা প্রত্যাশা অনুযায়ী হয়নি, তাই তিনি পারিশ্রমিক ছাড়া কাজটি সম্পন্ন করেছেন। সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন নিধি আগরওয়াল এবং খলনায়কের চরিত্রে রয়েছেন ববি দেওল। প্রযোজনা করেছেন এএম রত্নম।
‘হরি হারা বীরমাল্লু’, যা প্রেক্ষাগৃহে মিশ্র প্রতিক্রিয়া পেলেও আলোড়ন তৈরি করেছিল, আজ রাত থেকে OTT-তে মুক্তি পেতে চলেছে। ২০ আগস্ট বুধবার থেকে Amazon Prime-এ স্ট্রিমিং শুরু হবে। মধ্যরাত থেকেই দর্শকরা এটি অনলাইনে দেখতে পারবেন। প্রেক্ষাগৃহে হতাশাজনক পারফরম্যান্সের পর, এবার OTT-তে ছবিটির প্রভাব কীভাবে হবে, তা দেখার জন্য দর্শকদের অপেক্ষা এখন আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

‘হরি হারা বীরমাল্লু’ সিনেমার কাহিনি ঘুরে বেড়ায় কোহিনূর হীরার চারপাশে এবং মূলত ১৭ শতকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্মম শাসন ও দুঃসাহসিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি। সেই সময় আওরঙ্গজেব হিন্দুদের জিজিয়া কর আদায়ের নীতি চালু করেছিলেন এবং এর বিরোধিতা করা রাজাদের নির্মমভাবে শাস্তি দেওয়া হতো। বীরমাল্লু সেই বৈরিতার বিরুদ্ধে লড়াই করেন। পাশাপাশি, সিনেমা দেখায় কীভাবে আওরঙ্গজেব দিল্লিতে কোহিনূর হীরা চুরি করতে যাত্রা করেন, সেই অভিযানে তিনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন এবং তার অভিজ্ঞতাগুলি।

You might also like!