Country

1 day ago

Weather Forcast in Mumbai: মঙ্গলেও ধোঁয়াশার কবলে মুম্বই, বাতাসের গুণগতমান 'মন্দ' পর্যায়েই

Weather Forcast in Mumbai
Weather Forcast in Mumbai

 

মুম্বই, ৭ জানুয়ারি : বাণিজ্যনগরী মুম্বই মঙ্গলবার সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল। মুম্বইয়ের পরেল, প্রভাদেবী, মেরিন ড্রাইভ প্রভৃতি এলাকা এদিন সকালে ধোঁয়াশার কবলে ছিল, সামগ্রিক বাতাসের গুণগতমানও ছিল মন্দ পর্যায়ে।

বিগত কয়েকদিনের মতো মঙ্গলবারও মুম্বইয়ের বাতাসের গুণগতমানের উন্নতি হয়নি। সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন অংশের বাতাবরণ ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল। এই আবহাওয়াকেই মানিয়ে নিয়েছেন মুম্বইবাসী।

You might also like!