আতালান্তা, ৩০ ডিসেম্বর : প্রতিপক্ষের মাঠে রবিবার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র করল আতালান্তা লাৎসিওর বিপক্ষে। তবে এই ড্রয়ে পয়েন্ট হারালেও টেবিলের শীর্ষেই থাকছে আতালান্তা।
ম্যাচের ২৭ মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার ডেলে-বাশিরুর গোলে এগিয়ে যায় লাৎসিও। ওই গোল খেয়ে হারের শঙ্কায় পড়েছিল আতালান্তা। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ব্রেশানিনির গোল করে দলকে সমতায় ফেরান। লিগে টানা ১১ জয়ের পর এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ১৩ জয় ও দুই ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থাকল আতালান্তা।