International

1 day ago

Heavy Israeli bombardment in Gaza: ইজরায়েলের বোমাবর্ষণে অল্পের জন্য প্রাণরক্ষা হু প্রধানের

Heavy Israeli bombardment in Gaza
Heavy Israeli bombardment in Gaza

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বোমাবর্ষণের মুখে পড়লেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস । অল্পের জন্য প্রাণরক্ষা হল তাঁর। তবে ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন।

গাজার পাশাপাশি একাধিক ফ্রন্টে লড়াই করতে হচ্ছে ইজরায়েলি সেনাকে। যার মধ্যে অন্যতম হাউথিরা। যাদের বিরুদ্ধে ইয়েমেনে লড়াই করছে তেল আভিভ। কয়েকমাস ধরেই ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির ডেরা গুঁড়িয়ে দিতে ইয়েমেনে হামলা চালাচ্ছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজধানী সানার বিমানবন্দরে আক্রমণ শানায় তারা। সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন হু প্রধান। মুহুর্মুহু বোমাবর্ষণের মুখে পড়েন তিনি ও তাঁর দলের অন্যান্য সদস্যরা। ইয়েমেনে বন্দি রাষ্ট্রসংঘের কর্মীদের দ্রুত মুক্তি নিয়ে আলোচনা ও স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে গিয়েছিলেন তাঁরা। কোনওমতে বিপদের হাত থেকে রক্ষা পান সবাই।

এক্স হ্যান্ডেলে হু প্রধান লেখেন, ‘আমরা সানা বিমানবন্দরে ছিলাম। ফ্লাইটে ওঠার অপেক্ষা করছিলাম। তখনই আকাশপথে হামলা শুরু হয়। মুহুর্মুহু বোমাবর্ষণ হতে থাকে। আমরা কোনওরকমে বিমানবন্দরের ভিতরে আশ্রয় নিই। এই হামলায় রানওয়েটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বিমানের দুই ক্রু সদস্য আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন বিমানবন্দরের দুজন। সমস্ত পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত আমরা সেখানেই অপেক্ষা করছিলাম। আমি এবং রাষ্ট্রসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমার সহকর্মীরা এখন সুস্থ রয়েছি।’

You might also like!