দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গতকাল ছিল বাঙালির অন্যতম উৎসব বড়দিন, আর বছর শেষের এই উৎসবে মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতন। এরই মাঝে সিনেমা প্রেমিদের জন্য সুখবর দিলেন খ্যাতনামা চলচিত্র পরিচালক নন্দিতা-শিবপ্রসাদের জুটি। নতুন বছরে মুক্তি পাচ্ছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন বাংলা ছবি ‘আমার বস’রিলিজের তারিখ। চলতি বছরে মুক্তির কথা থাকলেও সেকথা রাখতে পারেননি নন্দিতা-শিবপ্রসাদ। কিন্তু আগামী বছরে এই ছবি মুক্তির ব্যাপারে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫-র মে মাসে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ‘আমার বস’।
‘আমার বস’চলচিত্রের মুখ্য ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেও অভিনয় করেছেন এই চলচিত্রে। মে মাস গ্রীষ্মকালীন ছুটির মরশুমে নন্দিতা-শিবপ্রসাদের সিনেমা দশকের মন কাড়বে এমনটা আশা করছেন ছবির পরিচালক থেকে অভিনেতা,অভিনেত্রী সকলেই। এমনকি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ‘আমার বস’চলচিত্রটি।
‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ছবি দিয়েই বাংলার প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। চলতি বছর জানুয়ারি মাসেই কলকাতায় শুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার। জোরকদমে চলছে ছবির প্রস্তুতি। এখন দেখার রাখি গুলজার অভিনীত,নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত নতুন ছবি বক্স অফিসে কেমন বাজিমাত করে।