Game

2 days ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ : ইপসউইচ টাউনের বিপক্ষে অপ্রত্যাশিত এক পরাজয় দেখলো চেলসি

Chelsea suffered an unexpected defeat against Ipswich Town
Chelsea suffered an unexpected defeat against Ipswich Town

 

লন্ডন, ৩১ ডিসেম্বর : ৩১ বছর পর ইপসউইচ টাউনের মতো প্রতিপক্ষের কাছে হারলো চেলসিl আর ৪৫ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হারের পরেই এবার ইপসউইচ টাউনের কাছে হারলো তারাl

সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ইপসউইচ টাউনের মাঠে ২-০ গোলে হারল চেলসি। ১৯৯৩ সালের পর এই প্রথম ইপসউইচের কাছে হারলো চেলসি।ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইপ্সউইচকে এগিয়ে দেন ডেলাপ। দ্বিতীয় হাফের শুরুতেই দ্বিতীয় গোল পেয়ে যায় ইপ্সউইচ। ৫৩ মিনিটে ওমারি হাচিনসন ইপ্সউইচের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ইংলিশ এই ফুটবলার এই মরসুমেই চেলসি ছেড়ে ইপ্সউইচে যোগ দেন। এই হারে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ব্লুজদের।১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে চেলসি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে ইপ্সউইচ টাউন।

You might also like!