Country

2 days ago

Weather Update: পারদ নামতেই আরও ঠান্ডা দিল্লিতে, শৈত্যপ্রবাহে জবুথবু উত্তরাখণ্ড

Colder in Delhi as mercury falls, Uttarakhand in cold front
Colder in Delhi as mercury falls, Uttarakhand in cold front

 

নয়াদিল্লি, ১ জানুয়ারি : নববর্ষের প্রথম দিনও পারদ-পতন দিল্লিতে, কনকনে ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী। বুধবারও রাজধানীজুড়ে শীতের দাপট অব্যাহত ছিল। একইসঙ্গে ছিল কুয়াশার দাপট। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.০ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার কারণে এদিন সকালেও দিল্লিতে দৃশ্যমানতা কমে যায়। শুধুমাত্র দিল্লি নয়, প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাও। উত্তরাখণ্ডে শৈত্যপ্রবাহের পরস্থিতি বিরাজমান। ঠান্ডার কাঁপছে মুসৌরি, হরিদ্বার, দেহরাদূনও।

You might also like!