Health

5 days ago

Cancer: শরীরে ক্যান্সার ডানা বাঁধছে না তো? জেনে রাখুন কয়েকটি বিষয়!

Cancer (Symbolic picture)
Cancer (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্যান্সার একটি মারণ রোগ। তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে এটিকে এখন আর পুরোপুরি মারণ রোগ বলা যায়না।  কিন্তু অনেক সময় চিকিৎসার পরও শরীরে ক্যান্সার লুকিয়ে থাকে। শুনতে আতঙ্কের মনে হলেও বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রত্যেকের শরীরেই লুকিয়ে থাকতে পারে ক্যান্সার। আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। মিশিগান ইউনিভার্সিটির ডা:গ্যারি লুকারের নেতৃত্বে ক্যান্সার সম্পর্কিত একটি বিশেষ গবেষণা হয়েছে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এর সম্ভাবনা বেশি। গবেষণা অনুযায়ী,ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সুস্থতার পরও এর কোষ থেকে যায়। এই গবেষণার ফলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় আরও উন্নতি করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। গবেষণায় আর কী পাওয়া যাচ্ছে?

এই গবেষণায় বলা হয়েছে- বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন, ক্যান্সারের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু ইস্ট্রোজেন রিসেপটর-পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এতটা সহজ নয়। এই ক্যান্সারের কোষগুলো বোন ম্যারোতে বছরের পর বছর থেকে যেতে পারে। এমনকি দশ বছরও বেঁচে থাকতে বলে গবেষণায় দায়ি। এই গবেষণাকে সতর্কবার্তাও বলা যায়। যাতে ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা যায়।

You might also like!