Entertainment

14 hours ago

Baby John' To Release: ৩ হাজার পর্দায় ‘বেবি জন’

Baby John' To Release
Baby John' To Release

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরুণ ধাওয়ানের অ্যাকশনধর্মী ছবি ‘বেবি জন’ বড় দিনে বক্স অফিসে ঝড় তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কালীশ পরিচালিত এ ছবিটি মুক্তির প্রথম দিনেই অঙ্কের আয় করবে বলে মনে করা হচ্ছে।  

অ্যাটলি প্রযোজিত ‘বেবি জন’ ছবিটি নিয়ে বাণিজ্যিক বিশ্লেষকেরা আশাবাদী। পিভিআরের মতো শীর্ষ মাল্টিপ্লেক্সে ছবিটির ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি করার আশা করা হচ্ছে। এই সংখ্যা ৮০ হাজার ছাড়াতে পারে বলে তারা মনে করছে। এদের লক্ষ্য মুক্তির প্রথম দিন ১৫ কোটি রুপি আয় করা। সারা ভারতে তিন হাজার স্ক্রিনে মুক্তি পাবে ‘বেবি জন’।এদিকে ‘পুষ্পা ২ : দ্য রুল’ এখনো বক্স অফিস দখল করে আছে। সুকুমার পরিচালিত এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি এখনো ভালো ব্যবসা করছে। তাই ‘বেবি জন’-এর সঙ্গে মুখোমুখি সংঘাত হতে চলেছে আল্লু অর্জুনের এই ছবির। এখন দেখার ‘বেবি জন’-এর সামনে আল্লুর তিন সপ্তাহ পুরোনো এই ছবি কত স্ক্রিন পায়। ‘বেবি জন’ আগামী বুধবার বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে। তাই অ্যাটলির এই ছবি ছুটির ফায়দা পুরোপুরি নিতে পারবে। এদিকে ‘পুষ্পা ক্রেজ’ এখনো অব্যাহত আছে। তাই আল্লু-রাশমিকার এই ছবিটিও বড়দিনের ছুটির ফায়দা নিতে পারে। আর ‘পুষ্পা ২’ যেহেতু এখনো ব্যবসা করছে, তাই নির্মাতারা এই ছবির ‘ক্রিন স্পেস’ কম করতে হয়তো রাজি হবেন না। এদিকে ‘পুষ্পা ২’ ছবির ডিস্ট্রিবিউটার অনিল থাডানি সব চলচ্চিত্র প্রদর্শককে নির্দেশ দিয়েছেন যে নতুন সপ্তাহে মানে আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুটি ছবিই (‘পুষ্পা ২’, ‘বেবি জন’) যেন সমান স্ক্রিন পায়।এই দুই ছবির সংঘাতের কথা উঠে আসছে। ‘বেবি জন’ ছবির প্রযোজক ‘পুষ্পা ২’ আর তাঁর ছবির সংঘাতের কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা এক ইকোসিস্টেম। আর আল্লু অর্জুন স্যার আমার ভালো বন্ধু। আমরা “বেবি জন”কে ডিসেম্বরের চার সপ্তাহে রিলিজ করছি। যাতে এই দুই ছবি মুখোমুখি না আসে। তাই একে “ক্ল্যাশ” বলবেন না। আমরা সবাই পেশাদার। আমরা জানি, এ অবস্থাকে কীভাবে সামলাতে হয়। আমি চাই “পুষ্পা ২” আরও ভালো প্রদর্শন করুক। আর “বেবি জন”ও ভালো প্রদর্শন করুক।’ ‘জওয়ান’খ্যাত পরিচালক বলেছেন, ‘বেবি জন’ ছবিতেও এক সুন্দর বার্তা আছে।

‘বেবি জন’ ছবির নির্মাতারা এই ছবি ঘিরে অত্যন্ত আশাবাদী। কারণ, এই ছবির গল্প, স্টার কাস্ট, আর মিউজিক দর্শককে মনোরঞ্জন করবে বলে মনে করেন নির্মাতারা। ২০২২ সালে বরুণের ‘ভেড়িয়া’ মুক্তি পেয়েছিল। প্রায় দুই বছর পর আবার তাঁর ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তবে এর আগে বরুণকে বড় পর্দায় অ্যাকশন হিরো হিসেবে দেখেননি সিনেমাপ্রেমীরা। ‘বেবি জন’ ছবিতে পুরোদস্তুর অ্যাকশন নায়ক হিসেবে আসতে চলেছেন তিনি। কিছুদিন আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বরুণ অভিনীত ‘সিটাডেল হানি বানি’ ওয়েবসিরিজ। এই সিরিজে বরুণ তাঁর অ্যাকশন প্রতিভার অনেকটাই ঝলক দেখিয়েছেন।

You might also like!