লন্ডন, ২৮ ডিসেম্বর : শুক্রবার ইমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আর্সেনাল ও ইপসউইচের মধ্যে ম্যাচটি। টেবিলের নিচে থাকা ইপসউইচের বিপক্ষে কোনক্রমে ১-০ গোলে জয় পেল আর্সোনাল। তবে কোনক্রমে জয় পেলেও এই ম্যাচ জিতে চেলসিকে পেছনে ফেলে টেবিলের দুইয়ে উঠে এল মিকেল আরতেতার দল।
ম্যাচের জয় সূচক গোলটি করেন কাই হাভেরটজ।১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুল থেকে ৬ পয়েন্ট পিছিয়ে গানাররা। ১৭ ম্যাচে টেবিল টপার লিভারপুলের পয়েন্ট ৪২। আর্সেনালের সমান ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নিচ থেকে দুইয়ে ইপসউইচ।