Country

15 hours ago

Weather Forecast in Mumbai : ধোঁয়াশায় আচ্ছন্ন বাণিজ্যনগরী, ডিসেম্বরেও ঠান্ডা নেই মুম্বইয়ে

Weather Forecast in Mumbai
Weather Forecast in Mumbai

 

মুম্বই, ২৪ ডিসেম্বর : বাণিজ্যনগরী মুম্বই মঙ্গলবার সকালেও ধোঁয়াশার মোড়া। মুম্বইয়ে প্রভাদেবী, প্যারোল প্রভৃতি এলাকায় মঙ্গলবার সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া ছিল। ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল, এখনই ঠান্ডা নেই মুম্বইয়ে।

মুম্বইয়ে সাধারণত ঠান্ডা সেভাবে পড়ে না। তবে ধোঁয়াশা রয়েছে, তাতে অবশ্য সমস্যা হচ্ছে না। সকালের দিলে মুম্বই ধোঁয়াশায় আচ্ছন্ন থাকলেও, বেলা বাড়তেই পাল্টে যায় আবহাওয়া। অন্যথা হয়নি মঙ্গলবারও।

You might also like!