দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারী তুষারপাতে কাশ্মীরে জনজীবন বিপর্যস্ত, এতটাই তুষারপাত হয়েছে যে জম্মু-শ্রীনগর হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। আটকে পড়েছে অনেক যানবাহন। গুরুত্বপূর্ণ এই সড়কের উভয় দিকে সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক গাড়ি।
এদিকে, ভারী তুষারপাতের কারণে শনিবার শ্রীনগর বিমানবন্দর থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। ফলে ভোগান্তির মুখে পড়েছেন বহু যাত্রী।