নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর : বিগত মাস থেকেই দিল্লির বাতাসের গুণমান ক্রমশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। ধোঁয়াশায় আচ্ছন্ন জাতীয় রাজধানী।রবিবারও তার বিশেষ ব্যতিক্রম নেই। এদিন সকালেও কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা।
এদিন সকালে অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকা, রাজঘাট, শান্তিপথ-সহ একাধিক এলাকা ঘন কুয়াশায় ঢেকে ছিল। দৃশ্যমানতা ছিল খুবই কম। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা। এদিন সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি।