Country

2 days ago

Republic Day parade : কর্তব্য পথে কুচকাওয়াজের মহড়া চললো রবিবার

Republic Day parade
Republic Day parade

 

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর : আর কয়েকদিন পরই প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনে দিল্লিতে প্যারেড হয়ে থাকে। সেই প্যারেডের জন্য বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় কুচকাওয়াজের মহড়া। এইসময় দেশের জাতীয় রাজধানীতে তাপমাত্রা বেশ কম। সেই হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই চলছে প্যারেডের মহড়া। রবিবার সকাল থেকে কর্তব্য পথে শুরু হয় এই মহড়া।

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলোও অংশগ্রহণ করে থাকে। প্যারেডে অংশগ্রহণ করেন বাহিনীর সদস্যরা। উপস্থিত থাকেন দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা।

You might also like!