Country

2 days ago

High Alert on India-Pakistan Border: বর্ষবরণের আগে ভারত-পাক সীমান্তে উচ্চ সতর্কতা, সর্বদা সজাগ বিএসএফ

High Alert on India-Pakistan Borde
High Alert on India-Pakistan Borde

 

জম্মু, ৩১ ডিসেম্বর : ইংরেজি নতুন বছরের আগে জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিএসএফ যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে এবং বিএসএফ-এর পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানানো হয়েছে।

বিএসএফ কর্মীরা বলেছেন, "চ্যালেঞ্জ বছরের ৩৬৫ দিনই থাকে, কিন্তু যখন কুয়াশা বাড়তে থাকে, তখন চ্যালেঞ্জ দ্বিগুণ কঠিন হয়ে যায়। চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, আমরা তা ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি এবং আমরা তা করতে সফলও হই।"

You might also like!