Country

2 days ago

Rajasthan:এখনও কুয়োর বন্দি ছোট্ট চেতনা, বুধবার দশম দিনে পড়ল উদ্ধারকাজ

Little Chetna, still trapped in the well, was rescued on the 10th day on Wednesday
Little Chetna, still trapped in the well, was rescued on the 10th day on Wednesday

 

কোটপুতলি, ১ জানুয়ারি : রাজস্থানের কোটপুতলির তিন বছরের শিশু চেতনাকে বুধবারও উদ্ধার করা সম্ভব হল না, দেখতে দেখতে ১০-দিনে পড়ল উদ্ধারকাজ, শিশুর শারীরিক অবস্থা ঘিরে তৈরি হয়েছে সংশয়। বুধবার দশম দিনেও জারি রয়েছে উদ্ধারকাজ।

কুয়োয় পড়ে যাওয়ার পর ১০-দিন হয়ে গিয়েছে। কিন্তু এখনও উদ্ধার করা যায়নি চেতনাকে। পড়ে যাওয়ার চার দিন পর থেকেই শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। ফলে সংশয়, শঙ্কা এবং উদ্বেগ আরও বাড়ছে।গত সোমবার রাজস্থানের কোটপুতলির কিরাটপুরা গ্রামে বছর তিনেকের শিশু চেতনা ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। সময় যত গড়াচ্ছে, আশঙ্কা ততই বাড়ছে। শিশুটিকে কখন উদ্ধার সম্ভব হবে তা নিয়ে প্রশাসন কিছু বলতে পারেনি।

You might also like!