দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম নিয়ে একটা সময় বলিউডে বিস্তার চর্চা হয়েছে। দুজনের ঘনিষ্ঠ ছবি নিমেষেই হতো ভাইরাল। বয়সে ছোট অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পর এ বছর আলাদা হয়েছেন দুজন।
অর্জুন একটি ছবির প্রচারণামূলক অনুষ্ঠানে সিঙ্গেল থাকার কথা স্বীকার করলেও মালাইকা অভিনেতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। এবার ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুনকে নিয়ে মুখ খুললেন মালাইকা।‘সিংহাম এগেইন’ সিনেমার প্রচারে অর্জুন কাপুরের ভাইরাল ‘আই অ্যাম সিঙ্গেল’ বিবৃতিটিকে তাঁর বিশেষাধিকার বলে অভিহিত করেছেন মালাইকা, যার মধ্যে অনেকেই কটাক্ষের সুর খুঁজে পেয়েছেন।
মালাইকা বলেন, ‘খুব ব্যক্তিগত মানুষ ও জীবনের কিছু দিক নিয়ে আমি খুব বেশি বিশদে বলতে চাই না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার জন্য কখনোই কোনো পাবলিক প্ল্যাটফর্ম বেছে নেব না। তাই অর্জুন যা বলেছেন, তা সম্পূর্ণ তাঁর অভিরুচি।আমি শুধু এটুকু বলতে চাই, নানা কারণে বছরটা খুব কঠিন ছিল। আমি মনে করি যে বছরটিতে যা ঘটেছে, তা ভুলে আমাদের সবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি নতুন বছর এবং আমার জীবনের নতুন সূচনার জন্য প্রস্তুত।’
২০১৮ সালে অর্জুন কাপুর ও মালাইকা অরোরা প্রেম শুরু করেন। তবে প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলেননি তাঁরা। অবশ্য ইনস্টাগ্রামে নিয়মিত রোমান্টিক ছবি শেয়ার করতেন তাঁরা।এদিকে অর্জুনের সঙ্গে বিচ্ছেদের মাস ঘুরতে না ঘুরতেই মাথাচাড়া দিয়েছে মালাইকার নতুন প্রেমের জল্পনা। চর্চা যে ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়ের সঙ্গে নাকি প্রেম করছেন মালাইকা। নতুন প্রেম নিয়ে যথারীতি মুখে কুলুপ এঁটেছেন তিনি।