দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র, অনন্ত আম্বানি রয়েছে সবচেয়ে ব্যয়বহুল ঘড়ি। খোদ মেটার সিইও মার্ক জুকারবার্গ তাঁর ঘড়ির কালেকশন দেখে হতবাক হয়েছিল। অনন্ত অম্বানির বিয়ের সময় হাত ধরে অনন্তের ঘড়ি দেখেছিলেন জুকারবার্গ। এবার সামনে এল অনন্তের নতুন ঘড়ি, যার দাম ২২ কোটি টাকা!
অনন্ত আম্বানির এই ঘড়ির দাম শুনলে চমকে যাবেন অনেকেই। অনেকটা বরফের টুকরোর মতন দেখতে এই ঘড়িটি। পৃথিবীতে মাত্র তিনটি এই ধরনের ঘড়ি তৈরি করা হয়েছে। তাছাড়া মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত -র কাছে আছে বিলাসবহুল ঘড়ির সম্ভার। রিচার্ড মিল, পাটেক ফিলিপ এবং অডেমারস পিগুয়েটের মতো বিলাসবহুল ব্র্যান্ডের দুর্লভ ঘড়ি রয়েছে তার কাছে। সম্প্রতি রাধিকা মার্চেন্টের সঙ্গে একটি অনুষ্ঠানে তিনি রিচার্ড মিল RM 52-04 "Skull" Blue Sapphire পরেছিলেন। এটি বিশ্বের বিরল ঘড়িগুলির মধ্যে একটি। তারই ছবি সংবাদের শিরোনামে চলে এসেছে।
অনন্ত অম্বানির বিয়ের ঘড়ির ডিজাইন করেছেন ডিজাইনার রিচার্ড মিল। ইনস্টাগ্রাম পেজ 'দ্য ইন্ডিয়ান হোরোলজি' অনুসারে, এই মডেলের মাত্র তিনটি ঘড়ি তৈরি করা হয়েছে। বিলাসবহুল ঘড়ির দোকান 'ভিন্টেজ গ্রেল' এটিকে সংগ্রাহকদের জন্য বিরল বলে বর্ণনা করেছে। এই ঘড়িটির ডিজাইন ঘড়িটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। এর কেসটি নীলকান্তমণি দিয়ে তৈরি, এতে জলদস্যুদের মাথার খুলি এবং ক্রসবোনের নকশা রয়েছে। ঘড়ি গতিবিধি "হাড়" আকৃতির চারটি সেতুর সাথে যুক্ত, যা এর পিছন থেকেও দেখা যায়।
মার্কিন ডলার অনুসারে এই ঘড়িটির দাম 26,25,000, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22.5 কোটি টাকার সমান। রিচার্ড মিল ব্র্যান্ড তার হাই প্রাইস ও অনন্য ডিজাইনের জন্য পরিচিত। বর্তমানে এই ঘড়ি শিল্পপিত ও তারকাদের একটি স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে। এছাড়াও এই ঘড়িটির চেহারাও খুবই আকর্ষণীয়, যা দূর থেকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।