নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : মহাকুম্ভ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বুধবার মমতাকে তিরস্কার করে সৌমিত্র বলেছেন, হিন্দুত্ব ছেড়ে অন্য ধর্মে যোগ দেওয়া উচিত মমতার। সম্প্রতি মহাকুম্ভে 'মৃত্যু কুম্ভ' বলে মন্তব্য করেন মমতা। এই মন্তব্যের সমালোচনা করে সৌমিত্র বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে যোগ দেওয়া। তিনি যেভাবে ১০০ কোটি হিন্দুদের অপমান করছেন এবং হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করছেন, তাঁর হিন্দুত্ব ছেড়ে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি মৌলভীদের মতো আচরণ করছেন, কেউ তাঁকে বাধা দিচ্ছে না; তাঁর ইসলাম গ্রহণ করা উচিত।"