Country

11 hours ago

Delhi CM wishes shivratri:মহাশিবরাত্রিতে শুভেচ্ছা রেখা গুপ্তার, দিল্লি ও দেশের সমৃদ্ধির জন্য করলেন প্রার্থনা

Delhi CM wishes shivratri
Delhi CM wishes shivratri

 

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : মহাশিবরাত্রি উপলক্ষ্যে দিল্লি তথা সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভগবান শিবের কাছে দিল্লি ও দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন তিনি। মহাশিবরাত্রি উপলক্ষ্যে বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লির গৌরী শঙ্কর মন্দিরে যান, ভগবান শিবের পুজো করেন তিনি।

পরে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, "মহাশিবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে আমার শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রার্থনা করি ভোলেনাথ ও মা গৌরার আশীর্বাদ আমাদের সকলের ওপর থাকুক এবং দিল্লি ও দেশ এগিয়ে যাক।"

You might also like!