নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি : দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা বুধবার দুপুর পর্যন্ত অজানা। তবে, মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তিনি শপথ নেবেন বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই সেজে উঠেছে দিল্লির রামলীলা ময়দান। প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। দিল্লির মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। দুপুর ১২.৩৫ মিনিটে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীরা ও এনডিএ-র মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি পুলিশও। দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে স্পেশাল সিপি (আইন ও শৃঙ্খলা) রবীন্দ্র সিং যাদব বলেছেন, "সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এবং বৃহস্পতিবার সকালে সবকিছু ঠিকঠাক থাকবে। শপথ অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে, তাই আমরা নিরাপত্তার জন্য নিখুঁত ব্যবস্থা করছি।"