Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Horoscope

4 months ago

Rashifal: অর্থাগমের সম্ভাবনা কাদের, জানতে দেখুন রাশিফল

Rashifal
Rashifal

 

মেষ : আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সবসময় অন্যদের সহায়তার জন্য আছে ৷ আজ আপনি এটা থেকে প্রচুর সুবিধা পেতে পারেন । যদিও, উন্নতির জায়গা আছে এবং আপনি হয়ত দাতব্য কাজের প্রতি আকর্ষণ অনুভব করবেন ৷ গরিব মানুষকে সাহায্য করে আপনি সন্তুষ্ট বোধ করবেন আজ ।


বৃষ : ম্যানেজার এবং প্রশাসকদের জন্য একটি অসাধারণ দিন আজ । যদি আপনি তা হন, তাহলে আজ যা চেষ্টা করবেন দিনের শেষে তার থেকে অনেক বেশি ফল পাবেন । এটির প্রধান কারণ, আপনার অধীনস্থ কর্মচারীরা উৎসাহী হবে, সহযোগিতা করবে এবং আপনার কথা শুনবে । আপনি নেতৃত্ব দেওয়ার ব্যাপারে বেশি মনোযোগ দেবেন ।


মিথুন : আজ আপনি এক দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক শুরু করবেন । সেইসঙ্গে, সারাদিনটাই আনন্দ ও উৎসাহে কাটবে । বিকেলে আপনাকে বিরক্ত করা মানুষগুলিকে সফলভাবে এড়াতে পারবেন । সহিষ্ণুতা অভ্যাসের এটাই সঠিক পথ ।


কর্কট : আপনি উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবেন । যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হবেন । বড় আকারের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে দালাল ও এজেন্টদের থেকে সাবধান থাকবেন । আগে থাকতে সতর্ক হওয়ায় কোনও ক্ষতি নেই ।


সিংহ : নতুন প্রোজেক্ট হাতে নেওয়ার ও নতুন চুক্তি স্বাক্ষর করার এটা সঠিক সময় । আপনার ব্যবসায়িক সামর্থ্যও এবার বাড়বে । আপনাকে বাড়তে থাকা প্রত্যাশার চাপ নিতে হবে ৷ তবে প্রত্যাশা সেই মানুষদের কাছেই থাকে যারা সাফল্যের পথ নির্মাণ করার ক্ষমতা রাখে ।


কন্যা : ভাগ্যদেবী আজ আপনার উপর প্রসন্ন আছেন । অনেক দূর থেকে, এমনকি বিদেশ থেকেও সুখবর পেতে পারেন । আজ প্রেম সম্পর্কিত বিষয়ে উদ্যোগী হওয়ার সম্ভাবনাও আছে । আজ আপনার দৃষ্টিভঙ্গি বিভ্রান্তিমুক্ত থাকবে ।

তুলা : আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার সারাদিনের সঙ্গী । তাই আজ যেখানেই যান এদের সঙ্গে রাখুন । আজ কাজের জায়গায় আপনি একটু বেশিই সাবধান থাকবেন ৷ তবে সেটা আপনাকে আগলেই রাখবে । আজ দিনটাই এমন যখন আপনি কিছুতেই কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা আটকে রাখতে পারবেন না ।


বৃশ্চিক : আজকের দিনটা প্রেমে ভরে থাকবে । তীব্র অনুভূতি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে । কাজের জায়গায় অবস্থা আগের থেকে ভালো হবে । তবে, প্রেমের সম্পর্কে গভীর আবেগের থেকে কঠিন যৌক্তিকতা বেশী শক্তিশালী থাকবে । দুঃখ না পেয়ে লুকিয়ে থাকা সমস্যা সৃষ্টিকারী বিষয়গুলি খুঁজে বের করুন ।


ধনু : সমস্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য আজ এক লাভজনক ও ফলদায়ক দিন । দিনের শেষের দিকে অর্থনৈতিক সংস্থাগুলি থেকে লোনের অনুমোদন পাওয়া যেতে পারে । সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন ।


মকর : কাজের চাপ ক্রমশ বাড়ছে, আর আপনার পক্ষে তা সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে । সময়সীমা পার হতে চলেছে, কিন্তু প্রচুর কাজ বাকি থেকে গিয়েছে । তবে এগুলির কোনওটিই আপনার কর্মশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বা আপনাকে ব্যর্থ করতে পারবে না । আপনি পুরো শক্তি দিয়ে লড়াই করবেন, সেইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথটিও বেছে নেবেন ।


কুম্ভ : মাঝে মাঝে এমন সময় আসে যখন কিছুই আপনার পরিকল্পনামাফিক হয় না আর শেষ পর্যন্ত শুধু হতাশাতেই পরিণত হয় । আজ যদি এমনই একটি প্রতিকূল দিন হয়, আগে থাকতে প্রস্তুত থাকুন । কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধৈর্য, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব দিয়ে সমাধান করুন ।


মীন : আপনাকে নতুন কোনও প্রোজেক্ট অথবা ব্যবসা শুরু না করার পরামর্শ দেওয়া হচ্ছে আজ ৷ কারণ এই সময়ে আপনার গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক অনুকূল নয় । আপনি সেই সমস্ত কাজ ভালোভাবে করবেন যেখানে খুব বেশী সৃজনশীলতা এবং নতুনত্ব দরকার নেই । যখন দরকার নেই তখন পক্ষ নির্বাচন করবেন না ।

You might also like!