Country

2 days ago

Ayodhya Ram Temple : রাম মন্দির চত্বরে জনস্রোত, মহাকুম্ভে স্নানের পর রামলালার দর্শন ভক্তদের

Ayodhya Ram Temple
Ayodhya Ram Temple

 

প্রয়াগরাজ ও অযোধ্যা, ১৯ ফেব্রুয়ারি : প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা চলে যাচ্ছেন বেশিরভাগ পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দির দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে।

বুধবারও সকাল থেকেই রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন রাম মন্দির দর্শনে। ফলে চাপ বাড়ছে প্রতিদিনই। অযোধ্যার পাশাপাশি বারাণসীতেও যাচ্ছেন পুণ্যার্থীরা। সেখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করছেন ভক্তরা।

You might also like!