Breaking News
 
Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ

 

Life Style News

5 months ago

Teddy Day : ভ্যালেন্টাইন সপ্তাহের অন্যতম দিন টেডি ডে! প্রেমের গভীরতা বোঝাতে কোন রংয়ের টেডি প্রাসঙ্গিক? জানুন বিস্তারিত

Happy Teddy Day  (Symbolic picture)
Happy Teddy Day (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফেব্রুয়ারি মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রেমের সপ্তাহ উদযাপন। আর সেই প্রেমের সপ্তাহ উপলক্ষে এক একটি দিনের নাম এক একটি বিষয় ভিত্তিক নামাঙ্কিত। তাঁর মধ্যে আজকের দিনটি 'টেডি ডে' হিসেবে পরিচিত। গোলাপ, চকলেট ও ভালোবাসার প্রস্তাব যখন প্রিয় মানুষটি গ্ৰহণ করেই নিয়েছি এবার তবে তাঁর হাতে নরম তুলতুলে টেডি তুলে দেওয়ার সময়। আর বর্তমানে নরম টেডি বড়দেরও ভীষণ পছন্দের। তবে টেডি বাছাইয়ের মধ্যেও কয়েকটি নিয়ম রয়েছে, যেমন, 

টেডির অন্যতম বৈশিষ্ট্য হলো রং। রঙিন টেডি ভীষণ ভাবেই আকর্ষনীয়। কারণ, এই টেডির রং আপনার প্রিয় মানুষের কাছে বয়ে নিয়ে যাবে আপনার মনের কথা। বিশেষজ্ঞরা বলছেন, একেকটা রংয়ের একেক মানে। যেমন, এই টেডি ডেতে আপনার প্রিয় মানুষকে সাদা রঙের টেডি দিতে পারেন। সাদা রং সম্প্রীতি, শান্তি, বিশুদ্ধতার প্রতীক। এর ফলে আপনি যে তাঁর প্রতি যত্নবান তা ফুটে উঠবে। মনে রাখবেন, কাউকে সরি বলতে হলেও, সাদা টেডি ব্যবহার করতে পারেন।

সদ্য প্রেমে পড়েছেন!  সেক্ষেত্রে লাল রঙের বিকল্প নেই। তাই এ ব্যাপারে চোখ বুঝে বেছে ফেলুন লাল রঙের টেডি। রোম্যান্স, ভালবাসা, প্যাশন- এই সব কিছুর প্রতীক লাল। তাই সঙ্গীকে মনের সব গোপন কথা শেয়ার করতে লাল টেডির সাহায্য নিয়ে ফেলুন। 

গোলাপি রং-এর টেডি বেশ মিষ্টি। আর বেশিরভাগ মেয়েদেরই এটি পছন্দ। তাই টেডি ডে-তে প্রেম প্রকাশ করতে বেছে নিন গোলাপি রঙের টেডি। তাঁকে আপনি কতটা ভালবাসেন, তা ফুটে উঠবে এই গোলাপি রঙেই।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নীল রং আত্মবিশ্বাসের প্রতীক। নীল রং স্বচ্ছতার প্রতীক। তাই প্রেমের গভীরতা বোঝাতে নীল রঙের টেডিই  বেছে নিন। দেখবেন আপনার প্রিয়মানুষটির কিন্তু ভালো লাগবে নীল রঙের টেডি। বেছে নিতে পারেন সবুজ ও হলুদ রঙের টেডিও। বিশেষজ্ঞদের কথায়, সবুজ ও হলুদ রং উজ্জ্বলতার প্রতীক। প্রেমকে সদা তরতাজা রাখতে এই দুই রঙের টেডির বিকল্প নেই।

* টেডি কেনার সময় খেয়াল রাখুন: টেডি কেনার আগে দেখে নিন, কী দিয়ে তৈরি টেডিটি ৷ অনেক সময় সিন্থেটিক উল দিয়ে তৈরি টেডি থেকে হতে পারে অ্যালার্জি ৷ টেডি কিনুন গাঢ় রঙের ৷ নোংরা হবে কম। কেননা টেডির নরম শরীরে চটজলদি নোংরা বসে ৷ টেডি কেনার আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন।

You might also like!