লখনউ, ১৯ ফেব্রুয়ারি : মহাকুম্ভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মৃত্যু কুম্ভ' মন্তব্যকে স্বাগত জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার অখিলেশ বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা ঠিক। তাঁর রাজ্যের লোকজনও প্রাণ হারিয়েছেন। বাংলা ও অন্যান্য রাজ্য থেকে আসা বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছেন। এফআইআরও নথিভুক্ত করা হচ্ছে না। কেন এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল? বহু শতাব্দী ধরে ভক্তরা আসছেন, কুম্ভ চলে আসছে প্রাচীনকাল থেকে।"
অখিলেশ যাদব আরও বলেছেন, "ব্যবস্থা করার দায়িত্ব কার ছিল? যখন মুখ্যমন্ত্রী বলেন, ১০০ কোটি মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে, মানুষ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তিনি যখন সেলিব্রেটি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান, লোকজন আস্থাশীল ছিল যে ব্যবস্থা ভাল হবে। কিন্তু তা হয়নি। বিজেপি জনগণের আবেগের সুযোগ নিচ্ছে।"