Country

6 hours ago

Yogi Adityanath: মহাকুম্ভে রেকর্ড, যোগী বললেন ৬৬ কোটি ভক্ত পুণ্যস্নান করেছেন

Yogi Adityanath
Yogi Adityanath

 

প্রয়াগরাজ, ২৬ ফেব্রুয়ারি : রেকর্ড গড়ল প্রয়াগরাজের মহাকুম্ভ। বুধবার মহাকুম্ভ মেলার অন্তিম দিনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ৬৬ কোটির বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। মহাশিবরাত্রি উপলক্ষ্যে বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপি সাংসদ রবি কিষান মানসরোবর মন্দির, মুক্তেশ্বর নাথ শিব মন্দির এবং মহাদেব ঝাড়খণ্ডি মন্দিরে প্রার্থনা করছেন। পরে যোগী আদিত্যনাথ বলেছেন, "আমি মহাশিবরাত্রি উপলক্ষ্যে রাজ্যের সমস্ত মানুষকে আমার শুভেচ্ছা জানাই। রাজ্যের প্রতিটি শিবালয়ে ভক্তদের বিশাল সমাগম দেখা যাচ্ছে, মহাকুম্ভ আজ শেষ হচ্ছে, প্রায় 66 কোটি ভক্ত ত্রিবেণীতে আস্থার ডুব দিয়েছেন এবং সমগ্র দেশকে একতার বার্তা দিয়েছেন।"


You might also like!