Country

6 hours ago

Huge Pilgrim in Varanasi and Ayodhya: বারাণসী ও অযোধ্যায় জনস্রোত, ছুটির দিনে ভিড় ক্রমেই বাড়ছে

Huge Pilgrim in Varanasi and Ayodhya (Symbolic picture)
Huge Pilgrim in Varanasi and Ayodhya (Symbolic picture)

 

অযোধ্যা, ২৩ ফেব্রুয়ারি : রবিবার ছুটির দিনে বারাণসী ও অযোধ্যায় ঢল নামল পুণ্যার্থীদের। ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশ ও প্রশাসন। প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পর অধিকাংশ পুণ্যার্থীই রওনা দিয়েছেন বারাণসী ও অযোধ্যায়। তাই এই দুই শহরে রবিবার সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে।

প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা চলে যাচ্ছেন বেশিরভাগ পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দির দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। রবিবারও সকাল থেকেই রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন রাম মন্দির দর্শনে। বহু পুণ্যার্থী গিয়েছেন বারাণসীতেও।


You might also like!