Game

6 hours ago

Arsenal 0–1 West Ham: ওয়েস্ট হ্যামের কাছে ঘরের মাঠে হারল আর্সেনাল

Arsenal 0–1 West Ham in Premier League (Symbolic picture)
Arsenal 0–1 West Ham in Premier League (Symbolic picture)

 

এমিরেটস, ২৩ ফেব্রুয়ারি : এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ওয়েস্ট হ্যাম আর্সেনালের বিরুদ্ধে। একমাত্র গোলটি করেন জ্যারড বোয়েন। আর্সেনালের সামনে দারুণ এক সুযোগ এসেছিল শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমানোর। কিন্তু ঘরের মাঠে সুযোগটা হারালো তারা। হেরে বসল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে।

বিরতির পর হতাশা ঝেড়ে আক্রমণে গেলেও গোল করতে ব্যর্থ হয় আর্সেনাল। ম্যাচে ৬৫ শতাংশের বেশি সময় নিয়ে বল পজেশন রেখে গোলের জন্য ২০টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছে তারা। বিপরীতে ওয়েস্ট হ্যাম পাঁচটি শট নিয়ে লক্ষ্যে রাখে দুটি, তার একটিতে ব্যবধান গড়ে দেয় টেবিলের নিচে থাকা দলটি।লিগে ১৫ ম্যাচ পর হারের স্বাদ পেল আর্সেনাল। চলতি মরসুমে ঘরের মাঠে যা তাদের প্রথম। ২৬ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। আর সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ওয়েস্ট হ্যাম।


You might also like!