Country

7 hours ago

Mansukh L. Mandaviya: দিল্লির রাস্তায় সাইকেল চালালেন মনসুখ, সুস্থতার ওপর জোর কেন্দ্রীয় মন্ত্রীর

Mansukh L. Mandaviya
Mansukh L. Mandaviya

 

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : ‘সম্ভব হলে রোজ সাইকেল চালান’, সর্বদা এই পরামর্শ দিয়ে থাকেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি নিজেও সম্ভব হলেই সাইকেল চালিয়ে থাকেন। অন্যান্য রবিবারের মতো এই রবিবারও অন্যান্য সাইকেল আরোহীদের সঙ্গে দিল্লির রাস্তায় সাইকেল চালালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া রবিবার সকালে "সাইকেলে ফিট ইন্ডিয়া রবিবার"-এ যোগ দেন। তিনি বলেছেন, 'ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল' প্রধানমন্ত্রী মোদীর ফিটনেস আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি রবিবার বিপুল সংখ্যক মানুষ সাইকেল চালায় এবং নিজেদের সুস্বাস্থ্য নিশ্চিত করে...প্রধানমন্ত্রী মোদী স্থূলতার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন।"

You might also like!