যোধপুর, ২৩ ফেব্রুয়ারি : রবিবার এক দিনের সফরে যোধপুরে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি এদিন ন্যাশনাল ল ইউনিভার্সিটির (এনএলইউ) ১৭তম সমাবর্তনে যোগ দেওয়ার উদ্দেশ্যে উপস্থিত বলে জানা গেছে। এদিন সকালে জয়পুর বিমানবন্দর থেকে যোধপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর তিনি যোধপুর বিমানবন্দর থেকে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে অনুষ্ঠানস্থল থেকে রওনা হয়ে যোধপুর বিমানবন্দরে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিশেষ বিমানে জয়পুর ফিরে যাবেন তিনি।