Country

11 hours ago

Maha Kumbh 2025: ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল পৌঁছলে কারাগারে, উত্তর প্রদেশে পুণ্যস্নান ৯০ হাজার বন্দির

Holy water of Triveni Sangam brought to UP jails
Holy water of Triveni Sangam brought to UP jails

 

লখনউ, ২২ ফেব্রুয়ারি : প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল পৌঁছলে উত্তর প্রদেশের বিভিন্ন কারাগারে। কারাগারেই মহাকুম্ভের অভিজ্ঞতা উপলব্ধি করলেন বন্দিরা, পবিত্র জল দিয়ে পুণ্যস্নান করেছেন প্রায় ৯০ হাজার বন্দি। উত্তর প্রদেশের জুড়ে ৭৫টি কারাগারে বন্দী প্রায় ৯০ হাজার বন্দিকে মহাকুম্ভের পবিত্র স্নান করার সুযোগ দেওয়া হয়েছে, ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল লখনউ, অযোধ্যা এবং আলিগড়ের বিভিন্ন শহরের জেলে নিয়ে আসা হয়েছিল।

এক জেলাধিকারিক বলেছেন, ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল নিয়মিত জলের সঙ্গে মিশ্রিত করা হয়েছিল এবং ছোট ট্যাঙ্কগুলিতে সংরক্ষণ করা হয়েছিল, বন্দিদের পবিত্র স্নান করতে এবং কারাগারেই প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছিল। উত্তর প্রদেশের কারা মন্ত্রী দারা সিং চৌহান লখনউতে অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বলেন, প্রায় ৯০ হাজার বন্দিকে পবিত্র স্নান করার সুযোগ দেওয়া হয়েছিল।

You might also like!