Country

11 hours ago

PUSA KRISHI VIGYAN MELA 2025: পুসা কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন শিবরাজ, কথা বললেন কৃষকদের সঙ্গে

Minister Shivraj Singh Chouhan inaugurated the event
Minister Shivraj Singh Chouhan inaugurated the event

 

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : পুসা কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার সকালে নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে পুসা কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। উদ্বোধনের পর তিনি কথা বলেন কৃষকদের সঙ্গেও।

তিন দিনব্যাপী এই মেলার থিম হল উন্নত কৃষি – বিকশিত ভারত। আগামী ২৪ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এবং ভগীরথ চৌধুরী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এদিন বলেছেন, "কৃষি বিজ্ঞান মেলার মূল লক্ষ্য হল, কৃষকদের অনুপ্রাণিত করা এবং শিক্ষিত করা। শনিবার সমগ্র দেশের কৃষি বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে।"


You might also like!