নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : পুসা কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার সকালে নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে পুসা কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। উদ্বোধনের পর তিনি কথা বলেন কৃষকদের সঙ্গেও।
তিন দিনব্যাপী এই মেলার থিম হল উন্নত কৃষি – বিকশিত ভারত। আগামী ২৪ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এবং ভগীরথ চৌধুরী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এদিন বলেছেন, "কৃষি বিজ্ঞান মেলার মূল লক্ষ্য হল, কৃষকদের অনুপ্রাণিত করা এবং শিক্ষিত করা। শনিবার সমগ্র দেশের কৃষি বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে।"